ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর অনুযায়ী আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান।
এর আগে, দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরির সুবাদে ৪৭৬ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা।
তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও আগেরদিন অপরাজিত থাকা টাকার ও ডোয়েনি মিলে ৫৬ রান তোলার পর ভূমিকম্পের কারণে ৩ মিনিটের জন্য ম্যাচ বন্ধ থাকে। খেলা আবার শুরু হলে তাইজুল ইসলাম দুটি উইকেট তুলে নেন। ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা প্রথম সেশন শেষ করে ৭ উইকেটে ২১১ রানে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে টাইগারদের স্পিন তোপে ৯৪ রানেই ৫ উইকেট হারায়। হাসান মুরাদ দুটি এবং তাইজুল, মিরাজ ও খালেদ একটি করে উইকেট নেন। পল স্টার্লিং ২৭ রান ও অধিনায়ক বালবার্নি ২১ রান করেন।
বাংলাদেশের পক্ষে শততম টেস্ট শতক করেন মুশফিক, লিটন করেন ১২৮ রান। আইরিশদের হয়ে ম্যাকব্রাইন ৬ উইকেট পান।
ডিবিসি/ এইচএপি