বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
গত সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।
আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিবিসি/এএনটি