জাতীয়, রাজনীতি

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০১৯ ০২:২২:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ। সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগরের দুই অংশের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

ঢাকা মহানগরের দুই অংশের এই সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করছে।

একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তবে, এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের কিছু নেতার বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকা, জুয়া ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

এছাড়া মহানগর আওয়ামী লীগের দুই অংশের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই কমিটি বাণিজ্য এবং ক্ষেত্র বিশেষে অন্যের জমি ও সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তবে আজকের সম্মেলনের মধ্যদিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে স্বচ্ছ ভাবমূর্তির নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে- এমনটাই প্রত্যাশা কর্মীদের।

আরও পড়ুন