বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

'ঢাকা-মাওয়া-ভাঙ্গা' এক্সপ্রেস হাইওয়ে'র উদ্বোধন আজ

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ০১:২৯:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের 'ঢাকা-মাওয়া-ভাঙ্গা' এক্সপ্রেস হাইওয়ে খুলে দেয়া হচ্ছে আজ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই এক্সপ্রেসওয়ে চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মূল সড়কে থাকছে চারটি লেন। সড়কের দুই পাশে থাকছে আরও দুটি সার্ভিস লেন। ছোট-বড় ৩১টি সেতুর পাশাপাশি থাকছে ৪৫টি কালভার্ট, ছয়টি ফ্লাইওভার ও চারটি রেল ওভারপাসসহ আধুনিক সুবিধা। 

ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা ৫৫ কিলোমিটার পাড়ি দিতে আগে লাগতো কয়েক ঘণ্টা।  এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলে, ফেরি বাদে সময় লাগবে মাত্র ৪২ মিনিট।  আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার যেতে লাগবে ২৭ মিনিট। তবে এর পুরো সুফল পাওয়া যাবে পদ্মা সেতু চালুর পর। 

এই এক্সপ্রেসওয়ে চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে মত দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। 

ছয় লেনের এই এক্সপ্রেস হাইওয়ে ব্যবহার করতে টোল দিতে হবে সব ধরনের যানবাহনকে।  এই প্রকল্পে মোট ব্যয় ১১ হাজার ৩ কোটি টাকা।  সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এর নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিভাগ। 

আরও পড়ুন