ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে ঢাকা সফর করছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ।
তালেবান সরকারের মন্ত্রী পর্যায়ের সফরকালে তিনি বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশের সরকারি পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন এবং দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানেও যোগ দিয়েছেন।
গত মঙ্গলবার আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উভয় দেশ তাদের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপান্তর করতে একমত হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা এবং পারস্পরিক আস্থা শক্তিশালী করার মাধ্যমে উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।
সফরের অংশ হিসেবে আফগান প্রতিনিধিদলটি গত রবিবার বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের নানাবিধ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক মানের কথা তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে ওষুধ ও চিকিৎসাপণ্য সরবরাহে বাংলাদেশ তার প্রস্তুতির কথা জানিয়েছে।
ডিবিসি/তুবা