বাংলাদেশ, রাজধানী

ঢাকা-১৪ আসনে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিয়ে মতবিনিময়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সংগঠক ও ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা আইন মেনে প্রচারণা চালাবো। এ আসনে সহিংসতা ও অনিয়মের কোনো স্থান নেই।

বুধবার (২৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঢাকা–১৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনি ইশতেহার, আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

 

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মিরপুর কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সভায় উপস্থিত ছিলেন ঢাকা–১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও অংশগ্রহণ করেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন