জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পদত্যাগের কথা জানান তিনি।
একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। জোট প্রক্রিয়ার প্রতিবাদে তিনি ছাড়াও দলটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়েছেন আরও ৩০ জন নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে জুলাইয়ের পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে ডা. তাসনিম জারার সরব উপস্থিতি ছিল।
তবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এনসিপির জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়। দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে অনেকটা এগিয়ে গেলে ডা. জারা এর সোজাসাপ্টা বিরোধিতা করেন।
এনসিপির দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, জামায়াত-এনসিপি জোটের বিষয়টি পাকাপোক্ত হওয়ার খবর পাওয়ার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ডা. জারা। তিনি এর আগে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তাকে দলের প্রার্থী ভেবে চাঁদা দিয়েছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে। এদিকে তার পদত্যাগের পর দলের আরও চার-পাঁচজন নারী নেত্রী পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
ডিবিসি/ এইচএপি