বাংলাদেশ, রাজধানী

ঢাবিতে গ্রেপ্তার হওয়া ভুয়া সাংবাদিক জাহিদুল কারাগারে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১০ই সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে আটককৃত ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এই আদেশ প্রদান করা হয়।

 

এদিন, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় জাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করেন এবং তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত জামিন আবেদন নাকচ করে জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জাহিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ নিজের নাম-পরিচয় প্রকাশ করলেও ক্যাম্পাসে বিচরণের কোনো সন্তোষজনক কারণ দেখাতে পারেননি। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করলেও এর সপক্ষে কোনো বৈধ পরিচয়পত্র বা প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন।

 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ থাকা সত্ত্বেও, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা বা অন্য কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জাহিদ ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন