বিবিধ

ঢাবির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে মে ২০২৫ ০৩:৫৯:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। আজ শনিবার (২৪শে এপ্রিল) শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি এবং বস্ত্র ও আবাসন খাতের প্রতিষ্ঠান সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

 

এ সময় অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই বৃত্তি দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বিশেষভাবে সহায়তা করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।"


চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব তার বক্তব্যে বলেন, "আমরা বিশ্বাস করি শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন সবসময় শিক্ষার প্রসারে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেড এর প্রাক্তন প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আরফান আলী, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন