বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সঙ্গে অন্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের তীব্র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা রবিবার (১০ই আগস্ট) সকাল ১০টায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এর আগে, শনিবার (৯ই আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, স্বতন্ত্র রাষ্ট্রবিজ্ঞান, রক্ষা করো রক্ষা করো, পিএসসির প্রহসন, মানি না মানবো না, পিএসসির স্বজনপ্রীতি, মানি না মানবো না এবং শিক্ষা ক্যাডার শিক্ষা ক্যাডার, রক্ষা করো রক্ষা করো" ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
শিক্ষার্থীদের মূল অভিযোগ, সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগ সম্প্রতি পিএসসির কাছে একটি প্রস্তাবনা জমা দিয়েছে, যেখানে বিসিএস শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সঙ্গে তাদের বিভাগগুলোকে একীভূত করার সুপারিশ করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এটিকে রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য, মর্যাদা এবং পেশাগত সুযোগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন। তাদের দাবি, একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের শতবর্ষের পুরনো ঐতিহ্য, সুসংগঠিত পাঠ্যক্রম এবং নিজস্ব গবেষণা ক্ষেত্র রয়েছে। অন্য কোনো বিভাগের সঙ্গে একীভূত করা হলে এই মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং শিক্ষা ক্যাডারের প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যাহত হবে।
সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান বলেন, পিএসসির ভেতরে থাকা কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন বিভাগের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করতে চাইছেন, যাদের পাঠ্যসূচির সঙ্গে আমাদের ন্যূনতম মিল নেই। এটি একটি প্রহসন এবং আমাদের মতামত না নিয়েই গোপনে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, লোকপ্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে একীভূত করা হলে তা হবে একজন ডেন্টাল চিকিৎসককে দিয়ে সাধারণ রোগের চিকিৎসা করানোর মতোই অযৌক্তিক।
একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান লিখন বলেন, রাষ্ট্রবিজ্ঞানসহ অন্য বিভাগের স্বাতন্ত্র্য নষ্ট করার এই পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অন্য কোনো বিভাগের শিক্ষা ক্যাডার পাওয়ার বিরোধী নই, বরং আমরা চাই প্রতিটি বিভাগ তাদের নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ক্যাডার লাভ করুক।
আবু সুফিয়ান নামে আরেক শিক্ষার্থী পিএসসির এই উদ্যোগকে 'আত্মঘাতী' আখ্যা দিয়ে বলেন, এই সিদ্ধান্ত আমাদের অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। এর প্রতিবাদেই আমরা আগামীকাল সকাল ১০টায় শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করব।
এদিকে, একই ধরনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। তারাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঘোষিত শাহবাগ অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ডিবিসি/জেআরওয়াই