বিবিধ, শিক্ষা

ঢাবির ৩৬ শিক্ষার্থী পেল ডিন’স অ্যাওয়ার্ড

ঢাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৪:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে  বিএসএস স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ডিন্’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজের মধ্য দিয়ে তাদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. বিনায়ক সেন ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষদের ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘অনুষ্ঠানে যে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে তা এই অনুষদের শিক্ষার্থীরা করেছে এটি এই অনুষদের শক্তিমত্তা ও মূল্যবোধকে সম্পর্কে আমাদের ধারণা দেয়৷'

আরও পড়ুন