বাংলাদেশ, জাতীয়, রাজধানী, শিক্ষা

ঢাবির ৫৩ তম সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই নভেম্বর ২০২২ ০২:২৯:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। গ্র্যাজুয়েটরা গাউন আর ক্যাপ পরে মেতে উঠেছেন ছবি তোলায়। স্মৃতিচারণ করছেন বিশ্ববিদ্যালয়ের জীবনের।

এ উচ্ছাস বাঁধভাঙা। শনিবার সমাবর্তনের দিনক্ষণ হলেও আগে থেকেই গাউন, ক্যাপ, টাই সংগ্রহ করে আনন্দে মেতেছেন গ্র্যাজুয়েটরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত ক্যাম্পাসের আনাচে-কানাচে যত স্মৃতি রয়েছে, তা রোমন্থন করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সবখানেই যেন শোডাউন তাদের।

 

জীবনের এই পর্যায়ে এসে মা-বাবা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয় জীবনের মধুর স্মৃতি অমলিন থাকবে সারাজীবন। জীবনের প্রতি বাঁকে হয়ে থাকবে সুখস্মৃতি।

 

সমাবর্তন উপলক্ষে গত ১৬ অক্টোবর থেকেই ক্যাম্পাসের ৭টি পয়েন্টে কালো গাউন আর টুপিসহ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেগুলো গায়ে জড়িয়ে প্রফুল্ল চিত্তে সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাস এলাকা, নিজ নিজ ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে স্মৃতিচারণ করছেন শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, টিএসসি, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে শিক্ষার্থীদের দলবেঁধে ছবি তুলতেও দেখা যায়।

 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে অংশ নেবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকতে পারবেন। এ ছাড়া অধিভুক্ত ৭ কলেজের ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের মাঠ থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হবেন।

 

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। ঢাবি’র শিক্ষার্থী ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে অংশ নেবেন অধিভুক্ত ৭ কলেজ এবং ঢাবি’র উপাদানকল্পে পরিচালিত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা।

 

এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সমাবর্তন অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা প্রতিষ্ঠান কর্তৃক আইডি অথবা পাসপোর্ট সঙ্গে আনতে হবে।

 

ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা এবং দুপুর ১২টায় সমাবর্তন শুরু হবে।

আরও পড়ুন