রাজধানী, শিক্ষা

ঢাবির ‘শেখ মুজিব হল’-এর নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদী হল’ করার সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই জানুয়ারী ২০২৬ ০১:০০:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ করার সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেট জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের চূড়ান্ত অনুমোদনের জন্য এসব সুপারিশ পাঠানো হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিনেট। আজকের (বৃহস্পিতবার) সিন্ডিকেট সভায় গৃহীত প্রস্তাবগুলো সিনেটে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

 

তিনি আরও জানান, দুটি হলসহ ক্যাম্পাসের মোট পাঁচটি স্থাপনা থেকে নাম পরিবর্তনের সুপারিশ করেছে সিন্ডিকেট। এর মধ্যে ‘শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’-এর নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক তারামন বিবি হোস্টেল’ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ার’ নামক দুটি স্টাফ কোয়ার্টারের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন