দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, তবে বাস্তবচিত্র তেমনটা নয়, ঢালাওভাবে দোষ খোঁজার প্রবণতা দুঃখজনক। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থবছরের রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি বলেন, দুর্বলতা থাকতে পারে তবে দেশের অর্থনীতিবিদদের অনেকেই সরকারের ভালো কিছুই দেখছেন না। পরিকল্পিত নেতিবাচক সংবাদ না করে সরকারের ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান অর্থ উপদেষ্টা।
ডিবিসি/ এইচএপি