বিনোদন, ঢালিউড

ঢালিউডের প্রভাবশালী খলনায়ক ছিলেন নাসির খান

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ২০২০ ০৩:০৬:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা ছবি বলা হয় বেদের মেয়ে জোসনা কে। ওই ছবিতে অভিনয় করে ভিলেন নাসির খান মন কেড়ে নেয় বাংলা সিনেমাপ্রেমিদের। আজ এই অভিনেতার জন্মদিন।

"মামা বলতো ভাগ্নে বেশি লোভ করিসনে, আমার দয়া আছে কিন্তু মায়া নাই, কথা কম কাজ বেশি মানুষকে আমি বড় ভালোবাসি, আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই, মুরব্বি যা বলে বুদ্ধিমানরা সে মত চলে, বাংলা সিনেমার এই সংলাপ গুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। পর্দায় সংলাপগুলো তুলে ধরেছিলেন ঢালিউড জনপ্রিয় খলনায়ক নাসির খান।

নাসির খান ১৭ সেপ্টেম্বর ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। ২৭ বছরের অভিনয়জীবনে তিনি কাজ করেছেন প্রায় ৫০০ ছবিতে।  তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে বেদের মেয়ে জোৎস্না, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এই ঘর এই সংসার, পাগল মন প্রভৃতি। নাসির খান অভিনীত চলচিত্রের মধ্যে বেদের মেয়ে জোস্ন্যা, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এইঘার এই সংসার, ভন্ড উল্লেখযোগ্য । আলিফ লায়লা, সুপারম্যান, রবিনহুড ইত্যাদি বেশ কিছু শিশুতোষ চলচিত্রে অভিনয় করে তিনি শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন।

২০০৭ সালের ১২ জানুয়ারীতে তিনি মা, তিন কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দর্শকরা তাকে কতটা ভালবাসত তার প্রমান বাংলাদেশ ব্যাংকের পাশের একটি গল্লি। যে গলির এখনো নাম নাসির খানের গলি’। শোনা যায়,  অভিনেতা নাসির খান স্ত্রী, তিন কন্যাসহ এখানে থাকতেন বলেই নাকি গলিটির এই নাম। 

আরও পড়ুন