বাংলাদেশ, রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে রায় সর্বোচ্চ আদালত দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন যে, এই রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি অবৈধ ছিল। আদালত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে সিদ্ধান্ত জানিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই।

 

এনসিপির সদস্য সচিব জোর দিয়ে বলেন, তত্ত্বাবধারক সরকার ব্যবস্থাই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা।

 

আসন্ন নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, আগামী নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। এ সময় তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। 

 

তিনি উল্লেখ করেন, জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে জাতির সামনে এর স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। কেবল সরকার সেই অস্পষ্টতা দূর করে ব্যাখ্যা দিলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন