বাংলাদেশ, জেলার সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের আর সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর বাতিলের কোনো সুযোগ নেই, তবে আইনগত জটিলতার কারণে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

শুক্রবার (২১শে নভেম্বর) ঝিনাইদহের শৈলকূপায় আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, জনগণের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতেই পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে। 

 

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকার্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামী পক্ষ সবসময়ই বিচার কাজ সঠিক হয়নি বলে দাবি করে, তবে এই রায়ের বিরুদ্ধে তাদের আপিল করার সুযোগ রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন