বাংলাদেশ, জাতীয়

তফসিলের পরদিন থেকে প্রতি উপজেলায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৪:২৭:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পালনে কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, তফসিল ঘোষণার পরদিন থেকেই দেশের প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী দুই দিন পর্যন্ত তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন ২০০৯-এর অধীনে আচরণবিধি নিশ্চিত করতেই এই ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এই ভাষণের মধ্য দিয়েই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন