ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর সারা দেশে আনন্দের বন্যা বইছে। অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘোষিত তারিখে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে নেতারা বলছেন, জনগণ এখন ভয়ভীতিমুক্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে। তাদের দাবি, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্রই এই নির্বাচনকে ঠেকাতে পারবে না।
তফসিল ঘোষণার পর ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব মিছিল বের করেন এবং উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করেন। রংপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বাগত মিছিল বের করা হয়। রাত সাড়ে ৮টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এছাড়া কুমিল্লায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। নরসিংদীতে শহর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের সাটিরপাড়া পৌর শহিদ মিনার থেকে মিছিল বের করেন। কক্সবাজারের টেকনাফেও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত মিছিল করেছেন।
খুলনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথক মিছিল করেছেন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। নেতারা হুশিয়ারি দেন যে, কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।
ডিবিসি/কেএলডি