আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে বলে জানা গেছে।
সিইসির ভাষণ রেকর্ডিংয়ের দিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গেও নির্বাচন কমিশনের সাক্ষাতের কথা রয়েছে। এর আগে রবিবার ভোটের প্রস্তুতি ও তফসিল নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসিসহ অন্য নির্বাচন কমিশনাররা। কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে তারা সম্পূর্ণ প্রস্তুত।
ডিবিসি/পিআরএএন