অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তবে তাদের এই পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে বলে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে।
বুধবার (১০ই ডিসেম্বর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তারা সক্রিয় ভূমিকা রাখবেন এবং আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে আরও বড় অবদান রাখবেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন এমন গুঞ্জনের মধ্যেই বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ।
তিনি জানান, কোন দল থেকে নির্বাচন করবেন তা আগামী দু-এক দিনের মধ্যেই পরিষ্কার করা হবে। তবে তিনি এনসিপিতে যোগ দেবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি। অন্যদিকে, মাহফুজ আলম পদত্যাগ করলেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি।
উল্লেখ্য, এনসিপি এখনো ঢাকা-১০ বা লক্ষ্মীপুর-১ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ২৩ জন উপদেষ্টার মধ্যে এই দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।
ডিবিসি/এএমটি