আওয়ামী লীগের দোসররা এখন জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিচ্ছে। এমন দাবি করা হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে। তারুণ্যের ভাবনা নিয়ে আটদিনের কর্মসূচি দিয়েছে বিএনপির এই তিন অঙ্গ সংগঠন। ৯ থেকে ২৮শে মে পর্যন্ত চলবে সেমিনার ও সমাবেশ।
নয়াপল্টনে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় যুবদল সভাপতি দাবি করেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি। তাদের দাবি, জনবান্ধব সরকার গঠনই বিএনপির লক্ষ্য।
সম্মেলনে বলা হয়, নেতাকর্মীদের বিরুদ্ধে চাদাঁবাজিসহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে। স্বৈরাচারের দোসররা এখন জামায়াত ও এনসিপিতে ভিড়ছেন বলেও মন্তব্য করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এসময় জানানো হয়, আগামী ৯ই থেকে ২৮শে মে পর্যন্ত চার বৃহত্তর বিভাগে সেমিনার ও সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণরা কী চাচ্ছেন তার ওপর নির্ভর করে এগিয়ে যেতেই বিএনপির তিন অঙ্গ সংগঠনের এই কর্মসূচি।
ডিবিসি/রাসেল