বিবিধ

তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড: অনুপ্রেরণাময়ী তরুণ নারী নেতৃত্বের সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বিভিন্ন পেশায় কর্মরত অনুপ্রেরণাময়ী তরুণ নারী নেত্রীদের অসামান্য কৃতিত্ব ও অবদানকে স্বীকৃতি জানাতে ব্র্যাক-আড়ংয়ের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘তাগা’ আয়োজন করেছে “তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড ২০২৪-২৫”।

ঢাকার ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নে তাগা’র লক্ষ্য তুলে ধরে বলেন, "আমরা আজ সেই সকল নারী নেতৃত্বকে উদযাপনের লক্ষ্যে মিলিত হয়েছি, যারা সুযোগের জন্য অপেক্ষা করেননি বরং নিজেরাই সুযোগ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।" তিনি আরও যোগ করেন, "এই তরুণ নারী নেতৃত্ব নিজেদের উদ্ভাবনী চিন্তা, সততা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে শুধু আজকের জন্য নয়, আগামী দিনগুলোর জন্যও নিজেদের যোগ্য প্রমাণ করেছেন।"

 

'তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড' ৩৫ বছরের কম বয়সী সেইসব সৃজনশীল নারীদের সম্মাননা জানায়, যারা নিজেদের নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

এবারের আসরে দেশের ১০৯টি প্রতিষ্ঠান থেকে ৩০৯টি মনোনয়ন জমা পড়ে। সম্মানিত জুরি বোর্ডের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৯ জন চূড়ান্ত মনোনীত প্রার্থী নির্বাচিত হন। জুরি বোর্ডে বিকাশ, দ্য ডেইলি স্টার, ইউনিলিভার বাংলাদেশ, বাটা বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক এন্টারপ্রাইজ এবং পাঠাও-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

 

২০২৪-২৫ সালের 'তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড' বিজয়ী হয়েছেন তিনজন অসামান্য নারী। তাঁরা হলেন: সাইমা সুলতানা তেরেসা, হেড অফ প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ। আয়শা রহমান, ডেপুটি ম্যানেজার (প্রোকিওরমেন্ট), ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আয়শা খাতুন অনন্যা, সিনিয়র এক্সিকিউটিভ, কালেকশন, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

 

পুরস্কার বিতরণী শেষে একটি প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সেশনে অতিথিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নারী নেতৃত্বের সম্মিলিত শক্তিকে উদযাপন করেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন