আন্তর্জাতিক

তানজানিয়ায় সংঘর্ষের পর বাস পুড়ে ৩৮ জনের মৃত্যু, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে জুন ২০২৫ ০৯:১২:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তানজানিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। আগুনের ভয়াবহতার কারণে নিহতদের মধ্যে ৩৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে।

রবিবার (২৯শে জুন) দেশটির প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আহতদের মধ্যে ছয়জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিধি আরও কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

 

উল্লেখ্য, তানজানিয়ার সড়কগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিভিন্ন সড়ক নিরাপত্তা প্রচারণা সত্ত্বেও সরকার এই সমস্যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০১৮ সালের এক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল, যা সরকারের দেওয়া সরকারি পরিসংখ্যান (৩,২৫৬ জন) থেকে বহুগুণ বেশি।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন