বাংলাদেশ, জেলার সংবাদ

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার মাসুল গুনতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

সোহেল তালুকদার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ১১:০৮:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চরমোনাই পীর আতাত করে নির্বাচনে গিয়ে বরিশালে গেলে দাঁত ভেঙে ফেলেছিলো পতিত স্বৈরাচারীরা। সারাজীবন হাতপাখা দিয়ে পতিত স্বৈরাচারকে বাতাস দিয়েছে তারাও আজ বড়বড় কথা বলে। স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল, যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার হিসেবে চিহ্নিত তারাও আজ বড় বড় কথা বলে। আপনারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার জন্য আপনাদের মাসুল দিতে হবে।

আজ বুধবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এটাকি অপরাধ। সবাই সবার ভোট দিতে চায়। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে। আপনারা যদি জণগণের পক্ষে থাকেন, ভালো কাজ করে থাকেন তাহলে জণগণের সামনে আসেননা কেন। 

 

পতিত স্বৈরাচারও ভয় পেত আপনারাও ভয় পান। কারন আপনাদের অবস্থান সবসময় জণগণের বিপক্ষে ছিলো। জণগণের ওপর নির্বর করে রাজনীতি করতে হবে।

 

সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি একমাত্র দল  কখনোই অনিয়ম করেনি। জোর করে ভোট নেইনি। বিএনপি জণগণের উপর আস্থাশীল ছিলো। জণগণ যতবার ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবার বিএনপি নির্বাচিত হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় নিন্দা জানাই। আজকের এই বাস্তবতায় এই অনৈক্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে যারা অনৈক্য তৈরী করেছে তারা ফ্যাসিবাদের দোসর। প্রশাসনের মধ্যে ৪-৫জন পরিবর্তন হয়েছে বাকি সবাই দোসর। সকলকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

স্বরণ সভায় জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও শহিদ মারুফের মা মোর্শেদা বেগম।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন