বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর ৩শ ফিট এলাকায় স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনা মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
আজ সব পথ যেন মিশেছে পূর্বাচলে, যেখানে তাকে বরণ করতে উন্মুখ হয়ে আছেন লাখো নেতাকর্মী। জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের পূর্বাচলের কাঞ্চন সেতু হয়ে সংবর্ধনাস্থলে আসার অনুরোধ জানানো হয়েছে।
ঐতিহাসিক এই প্রত্যাবর্তনে তিনি একাই মঞ্চে বক্তৃতা করবেন বলে জানিয়েছে আয়োজকরা। আসন্ন নির্বাচনের আগে দলের কাণ্ডারিকে কাছে পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা দুই-তিনদিন আগে থেকেই ৩শ ফিট এলাকায় অবস্থান নিয়েছেন। পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।
ডিবিসি/ এইচএপি