বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা: বিমানবন্দর ও গুলশানে বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট এবং গুলশানসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার যাত্রাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

 

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ইতিমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এই বিশেষ যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

 

সংশ্লিষ্ট সূত্র ও নির্ধারিত শিডিউল অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি আজ দুপুর ১২টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন