কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় নীলাচল পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই নোয়াখালী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সমর্থিত নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তারা নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিলেন।
কুমিল্লা লালমাই হাইওয়ে থানার ওসি আদেল খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি বাগমারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসে থাকা ৮ নেতাকর্মী আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের অন্যান্য যাত্রীদের বিকল্প পরিবহনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ডিবিসি/এনএসএফ