লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টি একটি পক্ষ মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি জানান, দেশের মানুষ বিএনপিকে ২৫০টি আসনে নির্বাচিত করলেও তারেক রহমান সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলাইপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে দুলু আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমান বলেছেন, একটি দেশ পরিচালনা করতে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন।"
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খান। অন্যান্যদের মধ্যে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী ও মোস্তাফিজুর শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনটি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতারা।
ডিবিসি/জেআরওয়াই