বাংলাদেশ, রাজনীতি

তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও বন্ধুসুলভ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বৈঠক চলাকালীন দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে আগামী দিনে কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়ে উভয় পক্ষই গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা হয়।

 

উভয় পক্ষই আগামী দিনগুলোতে উন্নয়নমূলক কাজে একে অপরকে সহযোগিতা করার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন