বাংলাদেশ, রাজনীতি

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নরডিক তিন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং নরডিক অঞ্চলের তিন দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক মহলের বর্তমানে তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ভাবনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, “আজকের সাক্ষাৎগুলো ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে আমরা কীভাবে এই দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে পারি, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

 

হুমায়ুন কবির আরও উল্লেখ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তবে দলের ঘোষিত ‘৩১ দফা’র ভিত্তিতে বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে।

 

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সুনির্দিষ্ট অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা না হলেও রাষ্ট্রদূতেরা বাংলাদেশের নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী। তারা মনে করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরবে।

 

সাক্ষাৎকারগুলোতে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন