বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে যেসকল রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকরা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং অসামান্য অবদান রেখেছিলেন, মূলত তাদেরকেই এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। গুলশান কার্যালয়ের নিচতলায় আগত এই শ্রমজীবী নেতাদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয়।
সূত্রমতে, তারেক রহমান সভায় উপস্থিত প্রত্যেকের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং আন্তরিকতার সঙ্গে তাদের খোঁজখবর নেন। এ সময় নেতারা তাদের পেশাগত জীবনের নানা প্রতিবন্ধকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বিএনপি নেতা তারেক রহমান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে তাদের সুখ-দুঃখের কথা শোনেন। আলোচনার শেষ পর্যায়ে তিনি ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডিবিসি/এএমটি