বাংলাদেশ, রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের রাষ্ট্রদূতদের বৈঠক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশকে কোনো দেশ নির্দেশনা দিচ্ছে না এবং ভবিষ্যতে দেবেও না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপির কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ১১টি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

হুমায়ুন কবির জানান, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। 

 

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। কূটনৈতিক মহলের সঙ্গে এই বৈঠককে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করা হয়েছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন