বাংলাদেশকে কোনো দেশ নির্দেশনা দিচ্ছে না এবং ভবিষ্যতে দেবেও না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপির কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ১১টি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
হুমায়ুন কবির জানান, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। কূটনৈতিক মহলের সঙ্গে এই বৈঠককে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ