বাংলাদেশ, রাজনীতি

তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২২শে জানুয়ারি তার এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২২শে জানুয়ারি বেলা ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

 

সিলেটের কর্মসূচির পর তিনি মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখান থেকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পৌঁছে জনসভায় বক্তব্য রাখবেন।

 

এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, ভৈরব স্টেডিয়াম এবং নরসিংদী জেলার বালুরচর মাঠে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন এবং ভুলতা হয়ে ঢাকায় প্রবেশ করবেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারম্যানের এই সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন