বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের দণ্ড ও খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯শে আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে, তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ নেবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি উপলক্ষে আদালতে বিএনপির সিনিয়র আইনজীবীরা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।
এর আগে গত ৩১শে জুলাই এই আপিল শুনানির দ্বিতীয় দিন শেষ হয়েছিল। প্রায় ১৯ দিন পর আজ সকালে মামলার কার্যক্রম পুনরায় শুরু হলো।
ডিবিসি/এমইউএ