রাজধানী

তিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, যেসব এলাকায় বাড়ল ভোগান্তি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই সপ্তাহ ধরে রাজধানীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) সংকট দিয়েছে। এর মধ্যে আমিনবাজারে পাইপলাইন ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ‍্যাস পাচ্ছে ঢাকাবাসী। এর মধ্যে আজ শনিবার (১০ জানুয়ারি) আবার নতুন দুর্ঘটনা ঘটেছে। এতে গ‍্যাসের চাপ আরও বেশি কমেছে।

শনিবার (১০ জানুয়ারি) তিতাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের ভাল্‌ভ ফেটে ছিদ্র তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য বেশ কয়েকটি ভাল্‌ভ বন্ধ করায় বিতরণ লাইনে গ‍্যাসের চাপ কমে গেছে। ভাল্‌ভ দিয়ে পাইপলাইন গ‍্যাসের প্রবাহ নিশ্চিত করা হয়। প্রয়োজনে বাড়ানো বা কমানো যায়। এটি বিতরণ লাইনের বিভিন্ন নির্দিষ্ট পয়েন্টে থাকে।


তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ লাইনে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ রয়েছে। ভাল্‌ভ বদলের কাজ চলছে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

 

আমিনবাজারে দুর্ঘটনাটি ঘটে ৪ জানুয়ারি। তিতাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিনবাজারে তুরাগ নদের তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ একেবারেই কমে গেছে। কোনো কোনো এলাকায় চুলাই জ্বলছে না। ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। গ্যাস সংকটের কারণে তিতাস কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন