বাংলাদেশ, রাজধানী

তিতাসে আবার দুর্ঘটনা, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকায় গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো গ্যাস বিতরণের পাইপলাইনে বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। এবারের ঘটনাস্থল উত্তরা টঙ্গী ব্রীজ সংলগ্ন এলাকা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ বা নির্গমনের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য নিশ্চিত করেছে।

 

তিতাসের বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, ভাল্‌ভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি ‘শাটডাউন’ বা বন্ধ রাখা হয়েছে। এর ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও এর সন্নিহিত এলাকাগুলোতে বর্তমানে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত ভাল্‌ভটি মূলত পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে গ্যাসের প্রবাহ বাড়ানো বা কমানোর কাজে ব্যবহৃত হয় তা প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

 

নগরবাসী যখন এক মাস ধরে তীব্র এলপিজি গ্যাস সংকটে ভুগছেন, ঠিক তখনই পাইপলাইনের এই দুর্ঘটনা দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাজারে দ্বিগুণ দাম দিয়েও মিলছে না এলপিজি সিলিন্ডার। এর মধ্যেই নিয়মিত বিরতিতে পাইপলাইনে দুর্ঘটনা ঘটছে।

 

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে থাকা পাইপলাইন ছিদ্র হয়ে যাওয়ায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটে, যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। 

 

এরপর গত ১০ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরে ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসিয়ে সচল করা হয়। আজকের ঘটনাটি গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয় দুর্ঘটনা, যা নগরবাসীর ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে গেছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন