রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ ফোরামে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জহিরুল ইসলাম ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিব আমির নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ ফোরামের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি ঘোষণা করা হয়। সূত্র জানায়, কলেজটির ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম ইয়ামিন ব্যালটের মাধ্যমে নির্বাচনে ১৪২ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন, আর ৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আমির।
ডিবিসি/কেএলডি