ফরিদপুরের ভাঙ্গা, বাগেরহাট ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে একজন স্কুল শিক্ষিকা, একজন পথচারী ও একজন ফল ব্যবসায়ী রয়েছেন।
সোমবার (১লা ডিসেম্বর) বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কে বিএম পরিবহনের একটি বাসের ধাক্কায় সেরালী নামে এক পথচারী নিহত হন। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক।
এদিকে, ভোরে পঞ্চগড় থেকে টেকেরহাটে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে মধুউল্লাহ নামে এক ফল ব্যবসায়ী নিহত হন এবং পিকআপ চালক আহত হন। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রামট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। উপজেলার বকুলতলা আনসার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ডিবিসি/কেএলডি