বাংলাদেশ, জাতীয়

তিন জেলা ও এক বিভাগে বিজিবি মোতায়েন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর, গোপালগঞ্জ ও রাজশাহী বিভাগের সাত জেলায় মোট ১৬৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনের সময় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর রাখবে এই বাহিনী। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতেও বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।

 

এর মধ্যে রাজশাহী বিভাগের সাত জেলা ও ৩৭টি সংসদীয় আসনে মোতায়েন করা হয়েছে ১৪৬ প্লাটুন বিজিবি। গাজীপুরে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি, যারা জেলার ৫টি বেইজ ক্যাম্পে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন। 

 

এছাড়া গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলায় ক্যাম্প স্থাপন করা হয়েছে।

 

ইতোমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কসহ সব উপজেলা ও গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টে তল্লাশির কাজ শুরু করেছে বিজিবি।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন