বাংলাদেশ, রাজধানী

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের 'লংমার্চ টু ঢাকা' আজ

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে আগস্ট ২০২৫ ০৭:৫৯:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বুধবার (২৭শে আগস্ট) রাজধানীতে 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে 'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর সভাপতি ওয়ালী উল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাত ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে নতুন এই কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

 

আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে ওয়ালী উল্লাহ বলেন, 'আমাদের এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে একটি সংস্কার আনার উদ্দেশ্যেই আমরা এই আন্দোলন করছি।'

 

এই কর্মসূচিতে বুয়েটের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন বলে জানা গেছে। আজকের এই 'লংমার্চ' কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ ও এর আশেপাশের সড়কে যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

 

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের পূর্বে 'প্রকৌশলী' উপাধি ব্যবহার করা যাবে না।
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন