তিন পার্বত্য জেলার নির্বাচিত ১২টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষাক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং এই ই-লার্নিং কার্যক্রমের যাত্রা শুরু করেন।
প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ির কমলছড়ি পাইলট হাই স্কুল ও পুজগাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বান্দরবানের বালাঘাটা আইডিয়াল স্কুল ও বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১২টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু হয়েছে। তবে এটি কেবল শুরু মাত্র; সরকার দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলার মোট ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ই-লার্নিং সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
শিক্ষার পাশাপাশি এই ডিজিটাল সংযোগ স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনবে বলে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন। দুর্গম জনপদে ভালো চিকিৎসকের অভাব থাকলেও ইন্টারনেটের মাধ্যমে এখন বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ পাওয়া সহজতর হবে। তিনি জোর দিয়ে বলেন যে, দেশের প্রতিটি নাগরিক সমান অধিকারের অধিকারী এবং পার্বত্য অঞ্চলের মেধাবী তরুণদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখার অযোগ্যতা থেকে সরকার বেরিয়ে আসতে বদ্ধপরিকর।
উদ্বোধনী এই বিশেষ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এফএইচআর