ক্রিকেট

তিন ফরম্যাটে সাকিবকে রেখে ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তি বিসিবির

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই মার্চ ২০২২ ০১:৩৬:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেস্ট, ওয়ানডে নাকি টি-টোয়েন্টি-কোন ফরম্যাটে থাকবেন সাকিব। এ নিয়ে আলোচনার মাঝেই ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যেখানে তিন ফরম্যাটেই চুক্তিতে রাখা হয়েছে সাকিব।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন মুখ ইয়াসির আলী রাব্বী ও মাহমুদুল হাসান জয়। দুজনেই আছেন টেস্ট কন্ট্রাক্টে। এদিকে চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও শামীম পাটোয়ারি।

গতবারের মত এবারও তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ হয়েছেন মুশফিক, লিটন, সাকিব, তাসকিন ও শরিফুল। টেস্ট আর ওয়ানডেতে রাখা হয়েছে তামিম ও মিরাজকে। শুধু সাদা পোষাকে মমিনুলের সঙ্গী তাইজুল, শান্ত, এবাদত, সাদমান, ইয়াসির রাব্বী ও মাহমুদুল হাসান জয়।

সাদা বলের দুই ফরম্যাটেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজ ও আফিফ। কেবল টি-টোয়েন্টির কন্ট্রাক্টে আছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মাহেদী। নতুন চুক্তি এখন প্রকাশ হলেও তা জানুয়ারি থেকেই কার্যকর বলে গণ্য হবে।

আরও পড়ুন