আবহাওয়া, বাংলাদেশ

তিন বিভাগে অতিভারি বৃষ্টি ও পাহাড়ধসের শঙ্কা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৮শে জুলাই) বিকেলে জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এই অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

 

এদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশবাসীকে আবহাওয়ার সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন