আবহাওয়া, বাংলাদেশ

চার দিন তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই মে ২০২৫ ১০:৩৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী চারদিন দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি একাধিক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৬ই মে) রাতে আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এদিকে আজ শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে।

 

শুক্রবার রাতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিধপ্তরের এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

রবিবারের (১৮ই মে) পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

সোমবার (১৯শে মে) ও মঙ্গলবারের (২০শে মে) পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

ডিবিসি/অমিত

আরও পড়ুন