যুক্তরাজ্যের একটি অত্যাধুনিক এফ-৩৫বি ফাইটার জেট প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের কেরালা রাজ্যের একটি বিমানবন্দরে আটকা পড়ে আছে। বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধবিমান কীভাবে দিনের পর দিন একটি বিদেশি বিমানবন্দরে আটকে থাকতে পারে, তা নিয়ে ব্যাপক কৌতূহল এবং প্রশ্ন তৈরি হয়েছে।
গত ১৪ই জুন, রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরী 'এইচএমএস প্রিন্স অফ ওয়েলস' থেকে উড্ডয়নের পর ভারত মহাসাগরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। রণতরীতে ফিরতে না পেরে এটি কেরালার থিরুভানান্থাপুরাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
নিরাপদে অবতরণ করলেও এরপরই বিমানটিতে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার ফলে এটি আর উড়তে পারেনি। এরপর 'এইচএমএস প্রিন্স অফ ওয়েলস' থেকে ইঞ্জিনিয়ারদের দল এসেও এখন পর্যন্ত বিমানটি মেরামত করতে ব্যর্থ হয়েছে।
এই ঘটনা নিয়ে ব্রিটিশ রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে। হাউস অফ কমন্সে বিরোধী দলের এমপি বেন ওবেস-জেক্টি বিমানটির নিরাপত্তা এবং এটি ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন। জবাবে ব্রিটিশ সশস্ত্র বাহিনী মন্ত্রী লিউক পোলার্ড জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে এবং রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ছয়জন কর্মকর্তা সার্বক্ষণিক এটি পাহারা দিচ্ছেন।
বৃহস্পতিবার (৩রা জুলাই) ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিকে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্রে (MRO) সরিয়ে নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এবং প্রয়োজনীয় সরঞ্জাম আসার পর এটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হবে। মেরামত এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হলেই বিমানটি আবার সক্রিয় পরিষেবাতে ফিরবে।
এদিকে, কেরালার বর্ষার জলে ভেজা রানওয়েতে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা ১১০ মিলিয়ন ডলার মূল্যের এই যুদ্ধবিমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের বন্যা বইছে।
একটি ভাইরাল পোস্টে রসিকতা করে বলা হয়, বিমানটি মাত্র ৪০ লক্ষ ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয় পার্কিং এবং ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের ধ্বংস করার জন্য বন্দুকের মতো সুবিধা রয়েছে।
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, বিমানটি যেহেতু অনেকদিন ধরে ভারতে আছে, তাই এর ভারতীয় নাগরিকত্ব পাওয়া উচিত। আরেকজন পরামর্শ দেন, ভারত সরকারের উচিত এর জন্য ভাড়া চাওয়া এবং সেই ভাড়া হিসেবে কোহিনূর হীরা গ্রহণ করা।
কেরালা রাজ্যের পর্যটন বিভাগও এই রসিকতায় যোগ দিয়েছে। তারা এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লিখেছে, "কেরালা, এমন এক গন্তব্য যা আপনি ছেড়ে যেতে চাইবেন না।" পোস্টটির সাথে নারকেল গাছের পটভূমিতে এফ-৩৫বি বিমানের একটি এআই-জেনারেটেড ছবিও জুড়ে দেওয়া হয়।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ