বাংলাদেশ, জেলার সংবাদ

'তিস্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই'

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০৫:১২:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৫ বছরে ক্ষমতায় থেকেও তিস্তা নদী নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেছেন, তিস্তা ইস্যুতে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারেরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

শনিবার (৩রা মে) রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বন্দরের উন্নয়নে সরকার ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বাজেট ঘোষণা নেই।

 

প্রধান উপদেষ্টার চীন সফর থেকেও স্পষ্ট কোনো অগ্রগতি আসেনি বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। এ সময়ে আগামীকাল ফের রংপুরে তিস্তা ইস্যুতে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ তিস্তা পাড়ের হাজারো মানুষ।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন