বাংলাদেশ, জেলার সংবাদ

তিস্তা নদী ব্যবস্থাপনায় বৃহৎ প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যে: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ০৮:১৬:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য ১২ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।

তিনি আজ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ এবং শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, সরকার রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, নগরীর জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননের মতো উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতের পরিবেশবান্ধব শিল্পায়নের দাবি নতুন প্রজন্মের কাছ থেকেই আসা উচিত।”

 

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, “শহীদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয়, তা হোক আমাদের প্রতিদিনের প্রেরণা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিল। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা মনে করিয়ে দেয়— পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, সামাজিক প্রতিরোধও প্রয়োজন।” তিনি তরুণ প্রজন্মকে মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

 

সভায় আরও উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অন্যান্য অতিথিরা ক্যাম্পাসে শহীদ আবু সাঈদ তোরণ, জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন