বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীন আগ্রহী, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল

moua

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ বেড়েছে। এই প্রকল্প যাচাই করতে খুব শীঘ্রই দেশটি থেকে একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে।

সোমবার (১৫ই সেপ্টেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানান।

 

কূটনৈতিক সূত্র অনুযায়ী, বাংলাদেশ এই প্রকল্পের জন্য চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে এবং চীন এতে ইতিবাচক সাড়া দিয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, এ বিষয়ে তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কাজ করছেন।

 

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর নেওয়া সিদ্ধান্তগুলো নিয়েও আলোচনা হয়। এছাড়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেওয়া বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগদানের জন্য বাংলাদেশকে চীনের আমন্ত্রণের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

 

গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় ৮০ কোটি ডলার ছাড়িয়ে গেছে, যা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বলে রাষ্ট্রদূত জানান।

 

২০২৪ সালের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি চান ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করুক। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু করেছে এবং এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করেছে।

 

তিস্তা প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়নে মোট ৭৫ কোটি ডলার খরচ হবে, যার মধ্যে ৫৫ কোটি ডলার চীন থেকে ঋণ নেওয়া হবে এবং বাকিটা সরকারি অর্থায়নে ব্যয় হবে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন