তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ফের গণপদযাত্রা ও সমাবেশ করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেবেন মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রবিবার (৪ঠা মে) দুপুর থেকে কর্মসূচিকে ঘিরে রংপুরের শাপলা চত্বরে জড়ো হচ্ছেন তিস্তা তীরবর্তী ৫ জেলার হাজার হাজার মানুষ। উত্তরের জীবন রেখা তিস্তাকে বাঁচাতে দাবি আদায়ের জন্য বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর তারা।
বিকেল ৫ টায় নগরীর শাপলা চত্বর থেকে ডিসির মোড় পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর সমাবেশ থেকে আসবে পরবর্তী কর্মসূচি ঘোষণা। একই দাবিতে গেল ১৭ ও ১৮ই ফেব্রুয়ারী নদীপাড়ে ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচি পালন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
ডিবিসি/রাসেল